৩দিন বিদ্যুৎবিহীন জকিগঞ্জবাসী, সীমাহীন দূর্ভোগ
প্রকাশিত হয়েছে : ১১:৩০:৩৪,অপরাহ্ন ০৭ এপ্রিল ২০১৬ | সংবাদটি ৭৮৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: প্রায় ৩দিন থেকে বিদ্যুৎবিহীন রয়েছে জকিগঞ্জবাসী। দূর্ভোগে রয়েছে লাখো মানুষ। এ অবস্থার জন্য কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন বিদ্যুৎ সুবিধাবঞ্চিতরা। গত মঙ্গল রাত থেকে বুধ ও আজ বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যুৎ নেই। শুধু মা্ত্র গত রাত ও আজ দিনে সামান্য কিছু সময় বিদ্যুৎ দিলেও কার্যত কষ্ট আরো বেড়ে গেছে মানুষের। নানা অজুহাতে পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ বঞ্চিত রেখেছে এমনটাই জকিগঞ্জ বার্তাকে জানিয়েছেন অনেকেই। অবিলম্বে পল্লী বিদ্যুতের এমন কর্মকান্ড বন্ধের দাবি জানিয়েছেন তারা।