জকিগঞ্জে জমিয়ত, মজলিস ও ইসলামী ঐক্যজোটের ঐক্য!
প্রকাশিত হয়েছে : ৭:৫৫:৩০,অপরাহ্ন ০৮ এপ্রিল ২০১৬ | সংবাদটি ৯৮৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ উপজেলায় আগামী স্থানীয় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী ঐক্যজোট।
বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরশহরস্থ স্থানীয় মজলিস কার্যালয়ে দলের সিনিয়র দায়িত্বশীলদের নিয়ে এক বৈঠকে ঐক্যবদ্ধ হওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়।
শায়খুল হাদীস আল্লামা আব্দুল মুছব্বির আইয়রীর সভাপতিত্বে ও মাওলানা মোহাম্মদুল্লাহ বুলবুলের পরিচালনায় সভার শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুল হালিম।
সভায় অংশ গ্রহন ইসলামী দলের নেতৃবৃন্দ।