ইমদাদ মজুমদার বিদ্যানিকেতনের ছাত্রী সড়ক দূর্ঘটনায় নিহত, প্রতিবাদে মানববন্ধন-গাড়ি ভাংচুর
প্রকাশিত হয়েছে : ১:০১:৪৩,অপরাহ্ন ১০ এপ্রিল ২০১৬ | সংবাদটি ৬১৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের ইমদাদ মজুমদার বিদ্যানিকেতনের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী চামেলী রানী দাস সড়ক দূঘটনায় নিহত হয়েছে। সে মির্জারচকগ্রামের মোদীরদাসের মেয়ে। গত বৃহস্পতিবার বেলা ২টার দিকে স্কুল ছুটির বাড়ি ফেরার পথে জকিগঞ্জ-কেরাইয়া-কালিগঞ্জ সড়কে টমটমের ধাক্কায় গুরুতর আহত হয় চামেলি। ঘটনার পরে সিলেটের রাগীব রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবারাত সাড়ে ১১টার দিকে মারা যায়। প্রতিবাদে আজ শনিবার স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন শেষে কয়েকটি গাড়ি ভাংচুর করে। স্থানীয় সুত্রে জানা গেছে, ক্ষুব্ধ শিক্ষার্থীরা টমটম, মাইক্রোবাস, গ্রামীণ টাওয়ারের পিকআপসহ কয়েকটি গাড়ি ভাংচুর করে। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী জকিগঞ্জ বার্তাকে জানান, ছাত্রী নিহতের ঘটনায় কিছুটা উত্তেজনা হয়েছে। বিষয়টি সমাধানে আমি কিছুক্ষণের মধ্যে স্কুলে যাচ্ছি।