আরব আমিরাতে বর্ণাঢ্য আয়োজনে ফুটবল টুর্নামেন্ট, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১:৫৭:০৮,অপরাহ্ন ১০ এপ্রিল ২০১৬ | সংবাদটি ৭২৮ বার পঠিত
সংযুক্ত আরব আমিরাত উম্ম আল কোয়াইন বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ৪৫ তম মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ৮এপ্রিল বর্ণাঢ্য আয়োজনে ফুটবল টুর্নামেন্ট , আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উম্ম আল কোয়াইন স্থানীয় আরবী ক্লাবের স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি আব্দুল হাই চৌধুরী।
কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এনাম এবং কার্যকরী সদস্য এহসানুল হক চৌধুরীর যৌথ পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন মাওলানা সামস উদ্দিন , অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট দুবাই এর মাননীয় কনন্সাল এস বদিরুজ্জামান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি চেয়ারম্যান, জকিগঞ্জের সন্তান এস সেকিল চৌধুরী, অনুষ্ঠানের সমন্বয়কারী জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় আরবী নেতৃবৃন্দ , এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থান রত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী ফকির সাবউদ্দিন সহ আর ও অতিথি শিল্পীরা । অনুষ্ঠানে হাজার হাজার প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।