শিক্ষার্থী নিহত; ক্ষুব্ধ শিক্ষার্থীদের মানববন্ধন, সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর; অবশেষে সমঝোতা
প্রকাশিত হয়েছে : ২:৪১:৫০,অপরাহ্ন ১০ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১৪৫৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের ইমদাদ মজুমদার বিদ্যানিকেতনের ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী চামেলী রানী দাস টমটমের চাপায় নিহতের প্রতিবাদে শনিবার দুপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি গাড়ি এলোপাতাড়ি ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। এ সময় পুলিশের গাড়িতে লাঠি দিয়ে আঘাত ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে মাইক্রোবাস, সিএনজি ও টমটম অটোরিকসা চালকরা একত্রিত হয়ে শিক্ষার্থীদের ধাওয়া করে। ধাওয়া-পাল্টা ধাওয়া চলে কিছুক্ষণ।
অবশেষে পুলিশের সহযোগিতায় স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান কবির আহমদ, বীরমুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দর, ওসি মো: সফিকুর রহমান প্রমূখের উপস্থিতিতে জকিগঞ্জ-কেরাইয়া-কালিগঞ্জ সড়কের উপর থেকে গাছের টুকরো, পাকার পিলার সরানো হয়। পরে স্কুলে বৈঠকে বসে স্থানীয় গন্যমান্য ব্যক্তি। ১৩এপ্রিল পরবর্তী বৈঠকে বিষয়টির আশু সুরাহা হবে। মাইক্রোবাস চালক জাহেদ জানান, আমার মাই্ক্রোবাসটি ভেঙ্গে দেওয়া হয়। পুরো গাড়ির গ্লাসসহ অনেক কিছু ক্ষতি হয়েছে।
জকিগঞ্জ বাজারের ব্যবসায়ী আলা উদ্দিন তাপাদার জানান বৃহস্পতিবার ঘটনাস্থলে থাকা টমটমে কোকোলার পণ্য ও মতিন কোম্পানীর মসলা ছিল। সে মাল গুলো লুট করা হয়। অন্তত ৩০হাজার টাকার মালামাল লুট হয়েছে। সে ক্ষতি পুষিয়ে উঠা বড়ই কঠিন বলে তিনি মনে করেন।
স্থানীয়রা জানিয়েছেন হামলায় দু’টি মাইক্রোবাস, একটি পিকআপ. দু’টি সিএনজি, দু’টি টমটম, একটি রিকসা ভেঙ্গে দেয় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে মৃদু আহত হন প্রায় ২০জন।ক্ষুব্ধ শিক্ষার্থীরা জকিগঞ্জ বার্তাকে জানায়, অবৈধ টমটম চালকদের হাতে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। তারা যাত্রীদের হয়রানী করে। ইতোমধ্যে আমাদের স্কুলের ছাত্রী টমটমের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। অবিলম্বে টমটম চালককে আটকের দাবি জানায় তারা।