ইলিয়াছ আলীর সন্ধান দাবিতে ইউএনও’র কাছে স্বারকলিপি দিয়েছে জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি
প্রকাশিত হয়েছে : ১১:২১:৫১,অপরাহ্ন ১০ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১০৩৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা বিএনপি ঘোষিত মাস ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে গুম হওয়া বিএনপির সদ্য সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াছ আলীর সন্ধান দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি দিয়েছে জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠন। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলামের পক্ষে স্বারকলিপি গ্রহণ করেন সিএ আব্দুল ফাত্তা্হ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হেলাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, সহ-সাধারণ সম্পাদক মো: ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক শিব্বির আহমদ রনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন হীরা, পৌর যুবদল নেতা ছালেহ আহমদ, জুবের আহমদ, সাহান আহমদ, আইনুল হক, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রাজন, কুতবুল আলম রাজু, ছাত্রদল নেতা রুহুল আমিন, ইমন আহমদ, জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাহফুজ আহমদ রিফাত প্রমূখ।