জকিগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১টি মামলা, মোটরসাইকেল ডাম্পিং
প্রকাশিত হয়েছে : ৮:৪২:০১,অপরাহ্ন ১৩ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১২৪৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: মোটরযান অধ্যাদেশ এর ১৩৮ধারায় কাগজপত্র বিহীন মোটসাইকেল, সিএনজি, কার গাড়ির চালকের বিরুদ্ধে মামলা ও জরিমানা আদায় সাপেক্ষে মামলার নিষ্পত্তি করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম।
অভিযানে ২৮০০শত টাকা জরিমানা আদায় করা হয়। এবং একটি মোটরসাইকেল জব্ধ করে ১৬০ধারায় ডাম্পিং মামলা দায়ের করা হয়। গতকাল বিকেলে উপজেলা পরিষদের অদূরে শেওলা রোডে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসারকে সহযোগিতা করে থানার একদল পুলিশ।