ইমদাদ মজুমদার বিদ্যানিকেতনের সৃষ্ট জঠিলতা নিরসন
প্রকাশিত হয়েছে : ১০:২৭:১৯,অপরাহ্ন ১৩ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১৩৪৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আজ বুধবার বিকেলে ইমদাদ মজুমদার বিদ্যানিকেতনের সৃষ্ট জঠিলতা নিরসন হয়েছে। প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্কুল পরিচালনা পর্ষদ ও শিক্ষক, লেগুনা, মাইক্রোবাস, সিএনজি, টমটম মালিক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে বিষয়টির নিষ্পত্তি হয়।
এ ব্যাপারে খলাছড়া ইউপি চেয়ারম্যান কবির আহমদ জকিগঞ্জ বার্তাকে জানান, প্রশা্সনসহ সকলের উপস্থিতিতে বিষয়টির নিষ্পত্তি হয়েছে। আমি সেদিনের ঘটনায় দু:খ প্রকাশ করে ঘটনার সুরাহা করতে চেষ্টা করেছি। ক্ষতিগ্রস্থদের ক্ষতি দেওয়া খুবই কঠিন। কারণ এ প্রতিষ্ঠান টি আমার আপনার সকলের। তাই উদার দৃষ্টিতে দেখে সংশ্লিষ্ট সকলেই বিবেচনা করেছেন। গত বৃহস্পতিবার স্কুলের ৬ষ্ট শ্রেণীর চামেলী নামের এক ছাত্রী টমটমের চাপায় গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পর রাতেই ঐ ছাত্রী মারা যায়। শনিবার দুপুরে শিক্ষার্থীরা মানববন্ধন করে ঘটনার প্রতিবাদ জানায়। এ সময় জকিগঞ্জ-কেরাইয়া-কালিগঞ্জ সড়কে ক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নেটওয়ার্ক সমস্যায় তার বক্তব্য পাওয়া যায়নি।