জকিগঞ্জে উচ্ছ্বাস-আনন্দে বর্ষবরণ
প্রকাশিত হয়েছে : ১১:৪৮:৪৭,অপরাহ্ন ১৪ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১০৬১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জে উচ্ছ্বাস-আনন্দে বর্ষবরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জকিগঞ্জ সাংস্কৃতিক অঙ্গন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জকিগঞ্জ গার্লস হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটিতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ পালন করে।
সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল ব্যানার, ছাতা, কুলা নিয়ে র্যালি বের করে উপজেলা প্রশাসন। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে পান্তা ভাতের পরিবর্তে বিরিয়ানী খাবার পরিবেশন করা হয়। সব শেষে স্থানীয় শিল্পিদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রশাসনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার দেবব্রত দাস, মৎস্য অফিসার মো: আনিছুর রহমান, বিআরডিবি অফিসার আব্দুল মুহাইমিন চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, নির্বাহী সদস্য আল মামুন প্রমূখ।