প্রখ্যাত আলেম শায়খ আব্দুল গণি ছাহেবের ইন্তেকাল; বুধবার জানাযা
প্রকাশিত হয়েছে : ৬:৪৭:৫৫,অপরাহ্ন ১৯ এপ্রিল ২০১৬ | সংবাদটি ২১৫০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের জামুরাইল নিবাসী, জামেয়া ইসলামিয়া হাড়িকান্দি মাদ্রাসার মুহতামিম, প্রখ্যাত আলেম মাওলানা আব্দুল গণি (৭৫) ছাহেব আজ মঙ্গলববার বিকেল ৫টার দিকে সিলেট নগরীর জেল রোডস্থ সিলকো টাওয়ারের নিজ বাসায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিয়ুন।
তিনি দীর্ঘ দিন থেকে বিভিন্ন রোগে ভূগছিলেন। আগামীকাল বুধবার বেলা ২টায় হাড়িকান্দি মাদ্রাসা মাঠে জানাযা অনুষ্ঠিত হবে। জামেয়া ইসলামিয়া ছায়িদীয়া মাইজকান্দি মাদ্রাসার সাবেক নায়েবে মুহতামিম আলহাজ্ব মাওলানা মুখলিছুর রহমান জকিগঞ্জ বার্তাকে জানান, অনেক মাদ্রাসার মুহতামিম ছাড়া, বৃহত্তর সিলেট ক্বওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড ও মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি ছিলেন তিনি। এক সময় মাইজকান্দি মাদ্রাসার মুহতামিমও ছিলেন। সুবক্তা ও দ্বীনের একনিষ্ট খাদেম ছিলেন এ প্রখ্যাত আলেম। তার ইন্তেকালে সিলেটসহ জকিগঞ্জে শোকের ছায়া নেমে আসে।