ধান মাড়াইয়ের মেশিনে হাত বিচ্ছিন্ন হলো অধির বিশ্বাসের
প্রকাশিত হয়েছে : ৮:৩২:২০,অপরাহ্ন ২১ এপ্রিল ২০১৬ | সংবাদটি ২৮৬৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ধান মাড়াইয়ের মেশিনই কাল হলো জকিগঞ্জের বনগ্রামের অধির বিশ্বাসের (৬৫)। মেশিনে হাত ঢুকে যাওয়াতে শরীর থেকে হাত বিচ্ছিন্ন হলো। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জকিগঞ্জ-কেরাইয়া-কালিগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। নিজের বোরো ধান মাড়াই মেশিন দিয়ে কাজ করছেন। হঠাৎ অসাবধান বসত হাতটি মেশিনে ঢুকে যায়। মূহুর্তেই হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। এ সময় কাছে থাকা মেশিন চালক তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ায় তিনি প্রাণে বেচে যান। উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় জকিগঞ্জ সরকারি হাসপাতালে। বর্তমানে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন অধির বিশ্বাস।