শেষ পর্যন্ত জকিগঞ্জ পৌরসভার উপ সহকারি প্রকৌশলী স্ট্যান্ড রিলিজ
প্রকাশিত হয়েছে : ৭:১০:০৬,অপরাহ্ন ২৪ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১০৬৪ বার পঠিত
শেষ পর্যন্ত জকিগঞ্জ পৌরসভার উপ সহকারি প্রকৌশলী মাহবুবুর রহমান মাসুমকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
স্মারক নং-জকি/পৌর/সাঃ ৩/২০১৬/ তারিখঃ ২৪.০৪.২০১৬ খ্রিঃ
অফিস আদেশ
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়,স্থানীয় সরকার বিভাগে এর স্মারক নং-৪৬.০০.০০০০.০৬৩.২৭.০০১.১১(অংশ-১) ৪১৫, তারিখ ১৩/০৪/২০১৬ খ্রিঃ আদেশ মূলে জকিগঞ্জ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) জনাব মাহবুবুর রহমানকে স্বীয় পদে নতুন কর্মস্থল আজমিরীগঞ্জ পৌরসভা,জেলা হবিগঞ্জ যোগদানের নিমিত্তে অদ্য ২৪/০৪/২০১৬ ইং তারিখ পূর্বাহ্নে অবমুক্ত করা হইল।
(মোঃ খলিল উদ্দিন)
মেয়র
জকিগঞ্জ পৌরসভা।
উল্লেখ্য: যোগদানের পর থেকেই এ উপ সহকারি প্রকৌশলীর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। ইতোমধ্যে একাধিকবার বদলি হলেও তিনি তদবির করে ফের স্থলাভিষিক্ত হয়ে যান।