সকাল হতে রাত ঝড়-শিলায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ২:০৯:৩৬,অপরাহ্ন ২৫ এপ্রিল ২০১৬ | সংবাদটি ২০৬১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সাংবাদিককে নিয়ে ঝড়-শিলায় ক্ষতিগ্রস্থদের পাশে সকাল হতে রাত পর্যন্ত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ।
তিনি শনিবার সকাল হতে রাত ৮টা পর্যন্ত বারঠাকুরী ইউপির নিজগ্রাম, বারঠাকুরী, বারগাত্তা, দরিয়াপুর, কসকনকপুর ইউপির হাতিডহর, কায়স্থকাপন, নগরকান্দি গ্রামের ক্ষতিগ্রস্থ মানুষকে সমবেদনা জানিয়ে প্রয়োজনীয় কিছু দেয়ার আশ্বাস দেন। দীর্ঘ কাদা যুক্ত গ্রামীণ মেঠোপথ দিয়ে তাদের পাশে যাওয়াতে ক্ষতিগ্রস্থ মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেক নি:সন্তান বৃদ্ধ-বৃদ্ধা কায়মনোবাক্যে মহান আল্লাহর দরবারে তার জন্য দোয়া করেন।
কেউ কেউ ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপুর উপর ক্ষোভ ঝাড়েন। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমাদের এ চরম দূরবন্থ তিনি প্রত্যক্ষ করেন নি। কিছু না দিয়েও উপজেলা চেয়ারম্যানের মতো আমাদের দেখে যেতেন, তাহলে মনকে প্রবোধ দিতে পারতাম।
বারগাত্তা গ্রামের বৃদ্ধা নূরজাহান বেগমের ঘরের চাল ভেঙ্গে মাথায় পড়ে আহত হন। দরিয়াপুর গ্রামের মৃত ময়নুল হকের পুত্র ছায়ারুন নেছা কান্না বিজড়িত কন্ঠে বলেন নি:সন্তান হয়েও কিছুই সরকার থেকে পাইনি। বাবা (চেয়ারম্যান) দেখতে এসেছ, এটাই আমার পাওয়া। তাইওন আলী, আব্দুস ছুবহান একই ভাবে প্রতিক্রিয়া জানালেন। আলতাবুর রহমান ২৬শতক জায়গায় করলা, শষা, লুবি ফসল করেছিলেন। কিন্তু শিলায় অবশিষ্ট কিছুই রাখেনি। এখন সে কৃষকের মাথায় হাত। প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন প্রতি বছর ফসল চাষ করে মোটামুটি একটা আয় হয়। সে আয় দিয়ে সারা বছর আমি পরিবার চালাই। ঐ গ্রামের পার্শ্ববর্তী চল্লিশ হালি হা্ওড়ে প্রায় ২০০বিঘা বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। দরিয়াপুর গ্রামের আব্দুল কাইয়ুম, সুনা মিয়া, আব্দুল মালিক, আব্দুস শুকুর, নিলু বেগম। নগরকান্দি গ্রামের সিদ্দেক আলী, আব্দুল মতিনের টিনের চালা ক্ষতিগ্রস্থ হয়েছে। কায়স্থকাপনের মাসুক আহমদ, আব্দুর রহীম, ধলু মিয়া, মনছুর আহমদ, নজমুল ইসলাম, শেলী বেগম, পংকী মিয়া, মাহমুদ হোসেনের ঘর শিলায় ক্ষতিগ্রস্থ হয়। স্থানীয় খড়িয়া বিলের শত শত বিঘা বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। উপজেলা চেয়ারম্যান ৮৮নং হাতিডহর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি দরিয়াপুর গ্রামের অসুস্থ বিএনপি নেতা লুৎফুর রহমানের শয্যাপাশে বেশ কিছু সময় অবস্থান করে তার শারীরিক অবস্থার খোজখবর নেন। উপজেলা চেয়ারম্যান নবীগঞ্জ বাজারস্থ সবুজকুড়ি সংস্থার সদস্যদের সাথে মতবিনিময় করে ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল প্রদান করেন। আরও দু’টি ফুটবল এলাকার কিশোরদের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না, বিএনপি নেতা রিয়াজ উদ্দিন, বুলন আহমদ, বুরহান উদ্দিন, সংগঠক আলী হোসেন, জয়নাল আবেদীন সাদ্দাম, মো: শাফি প্রমূখ। এর আগে উপজেলা চেয়ারম্যান ক্ষতিগ্রস্থদের মধ্যে ১৫বস্তা চিড়া বিতরণ করেন।