শায়খ আব্দুল গণি র. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১:০৯:৫৫,অপরাহ্ন ২৬ এপ্রিল ২০১৬ | সংবাদটি ৮৪৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: প্রখ্যাত আলেম, জামেয়া মোহাম্মদীয়া হাড়িকান্দি টাইটেল মাদ্রাসার মুহতামিম শায়খ আব্দুল গণি র. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল সোমবার বেলা ১১টা থেকে আছরের নামাজের পর পর্যন্ত মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত হয়।
শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী ও শায়খুল হাদীস আল্লামা আব্দুল মুছব্বির আইয়রীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জামেয়ার নায়েবে মুহতামিম মাওলানা রিয়াজ উদ্দিন ও পরিচালনা পর্ষদের সভাপতি সামছুল ইসলাম খছরু। আলোচনা রাখেন, গবেষক, লেখক ইসলামী চিন্তাবিদ মাওলানা শাহ নজরুল ইসলাম, লন্ডনস্থ ইক্বরা টিভির ভাষ্যকার, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল মুন্তাকীম, জকিগঞ্জ জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, নাইওরপুল জামে মসজিদের খতিব মাওলানা নজমুদ্দীন ক্বাসেমী প্রমূখ।