জকিগঞ্জ বার্তার”মুখোমুখি” হচ্ছেন আজ জকিগঞ্জ ইউপি চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ৩:১৫:৩৮,অপরাহ্ন ২৬ এপ্রিল ২০১৬ | সংবাদটি ৫৫৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সর্বাধিক পাঠকপ্রিয় ও জনপ্রিয় সংবাদ মাধ্যম জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের ”মুখোমুখি” হচ্ছেন ৫নং জকিগঞ্জ ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমদ। আজ মঙ্গলবার বিকেল ৫টায় জকিগঞ্জ ইউপি কক্ষে ”মুখোমুখি” হবো এ জনপ্রতিনিধির। অনুষ্ঠানে চাইলে আপনিও আমাদের সাথে অংশ নিতে পারেন। মুঠোফোন, অনলাইন বা অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রশ্ন রাখতে পারেন তাকে (চেয়ারম্যানকে)।
এনামুল হক মুন্না
সম্পাদক
জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকম
(zakiganjbarta24.com)
০১৭২৩৯৭৯৬১৬