দিনমজুরের ঘর সংস্কারে টাকা দিলেন এএসপি জ্যোতির্ময় ও ইউপি চেয়ারম্যান ফয়েজ
প্রকাশিত হয়েছে : ৩:৩৯:৩৩,অপরাহ্ন ২৮ এপ্রিল ২০১৬ | সংবাদটি ৯০০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: দিনমজুর আব্দুর রউফের টিনের চালা ঝড়ে উড়িয়ে নিয়ে যায়। এর পর থেকে খোলা আকাশের নীচে তাদের বসবাস। এ সংক্রান্ত সংবাদ জকিগঞ্জ বার্তায় পরিবেশিত হলে জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল এর সহকারি পুলিশ সুপার জ্যোতির্ময় সরকার এগিয়ে এলেন। তিনি মঙ্গলবার বিকেলে পৌরসভার শেষ সীমা এবং জকিগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হোসনাবাদ গ্রামের (উত্তর বিলেরবন্দ) দিনমজুর আব্দুর রউফ ও শফিকের বাড়িতে জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্নাসহ অন্যদের নিয়ে উপস্থিত হন। তাদের স্বান্তনা দিয়ে সহযোগিতা করতে ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমদকে এগিয়ে আসার আহ্বান জানান। এএসপি ও ইউপি চেয়ারম্যান তারা দু’জনই বুধবার বিকেলে তিন বান্ডিল টিনের দাম নগদ টাকা আব্দুর রউফের হাতে তুলে দেন।
সহকারি পুলিশ সুপারা (এএসপি) জ্যোতির্ময় সরকার বলেন ঝড়ে তাদের ঘরের টিনের চালা উড়িয়ে নিয়ে যায়। জকিগঞ্জ বার্তায় সংবাদ পরিবেশিত হলে আমি তাদের বাড়ি দেখতে যাই। যা সহযোগিতা করা হয়েছে, তা মানবতার জন্য করা হয়েছে। প্রাপ্তিটা ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমদের কারণ তাকে বলতেই তিনি সহযোগিতার হাত প্রসারিত করেছেন। তিনি ভালো কাজ করেছেন। ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমদ বলেন ভালো কাজে এএসপি মহোদয়ের সাথে সাড়া দিতে পেরে খুব ভালো লাগছে। কারণ মানবতার কাজে নিজেকে বিলিয়ে দিয়েছেন তিনি।
মঙ্গলবার গভীর রাতে ”জকিগঞ্জ বার্তায় সংবাদ দেখে মানবতার দৃষ্টান্ত দেখালেন জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল এএসপি” এমন সংবাদ পরিবেশিত হলে তোলপাড় সৃষ্টি হয়। হাজার হাজার পাঠক সংবাদ টি ভিজিট করেন। শত শত আইডি থেকে সংবাদ শেয়ার করা হয়। অনেকেই কমেন্টে গিয়ে বিস্ময় প্রকাশ করে সহকারি পুলিশ সুপারকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। বলেন পুলিশ প্রশাসনে ভালো লোক এখনও আছে। নিজের জন্মভূমির জন্য নয়, অন্য আরেকটি এলাকার দরিদ্র দিনমজুর মানুষের জন্য আর্থমানবতার সেবায় এগিয়ে এসেছেন। তাকে অনেক অনেক স্যালুট জানান তারা।