গেইট ও বাউন্ডারী দাতার সাথে জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৩:১৬:২০,অপরাহ্ন ০১ মে ২০১৬ | সংবাদটি ৮৪০ বার পঠিত
প্রেসক্লাবের গেইট ও বাউন্ডারী দাতা, শাহবাগ জামিয়া মাদানিয়া ইসলামিয়ার মুহতামিম, লন্ডন প্রবাসী ক্বারী মাওলানা আব্দুল হাফিজের সাথে শনিবার সন্ধ্যায় জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভা ক্লাবের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি আবুল খয়ের চৌধুরী।
সহ সাধারণ সম্পাদক রহমত আলী হেলালীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের নির্বাহী সদস্য আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন লন্ডনের বৃহৎ এক মাদ্রাসার প্রখ্যাত হাদীস বিশারদ আল্লামা বিলাল বাওয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন ইক্বরা টিভির উর্দু ভাষ্যকার মুফতি আব্দুল মুন্তাকিম, মাওলানা শামসুল আরেফিন, জকিগঞ্জ জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান, লন্ডন প্রবাসী মাওলানা আব্দুস সোবহান। উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি আব্দুল জব্বার জবাই মিয়া, মুফতি মাসউদ আহমদ, মাওলানা ফারুক আহমদ, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বদরুল হক খছরু, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, সদস্য অপূর্ব পাল, আল হাসিব, মেহেদী হেলাল, সমাজসেবক হাজী মাসুক আহমদ, ব্যবসায়ী মুনিম আহমদ, এম কে আই ডালিম, মো: শাফি প্রমুখ।
ক্বারী আব্দুল হাফিজ বলেন, সাংবাদিকরা সত্যের সৈনিক। মানুষের বিশ্বাস ও ভরসার জায়গা প্রেস ক্লাব। মিথ্যা অভিযোগের ব্যাপারে সতর্ক থেকে সত্য সংবাদ প্রকাশে অসহায় মানুষের পাশে থাকার জন্য জকিগঞ্জের সাংবাদিকদের প্রশংসা করেন তিনি।
হযরত মাওলানা বিলাল বাওয়া বলেন, আল্লাহ সর্বপ্রথম কলম তৈরী করেছেন। কলম বন্ধুক কিংবা তলোয়ারের চেয়ে শক্তিশালী। সাংবাদিকরা কলমের জিম্মাদার। মিথ্যা লিখলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়।
মুফতি আব্দুল মুন্তাকিম বলেন, অন্যায়, অসত্য ও নির্যাতনের ব্যাপারে সব সময় সাংবাদিকদের সজাগ থাকতে হয়। জকিগঞ্জের সমস্যা সমাধানে সাংবাদিকদের আন্তরিকতা কামনা করেন তিনি