তফসিল ঘোষণার পরই জকিগঞ্জের ৯ইউনিয়নে প্রার্থীদের প্রচারণা চলছে
প্রকাশিত হয়েছে : ১১:৫৯:০৭,অপরাহ্ন ০২ মে ২০১৬ | সংবাদটি ১৩৮৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সর্বশেষ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর জকিগঞ্জের ৯টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা গণ সংযোগ, উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ, বিএনপি নির্বাচনে প্রার্থীতা নির্ধারণ করেছে। তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা প্রচারণায় পিছিয়ে নেই।
অন্য দিকে জাতীয় পার্টির প্রার্থী নির্ধারণ বিষয়ে পার্টির প্রেসিডিয়াম সদস্য ফয়সল চিশতী জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় পার্টির চেয়ারম্যানের সাথে জকিগঞ্জের ৭ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। অপর দিকে পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাব্বির আহমদ সব ক’টি ইউনিয়নে প্রার্থীতা চুড়ান্ত বলে জানিয়েছেন।
সম্মিলিত ইসলামী জোট অর্থাৎ জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে নির্বাচনী ঐক্য হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি বৈঠকও হয়েছে। বারহাল, বিরশ্রী, কাজলসার, সুলতানপুর ও বারঠাকুরীতে প্রার্থীতা প্রায় চুড়ান্ত করেছে জোট। তবে কসকনকপুর ইউনিয়নে জমিয়ত ও খেলাফত মজলিসের প্রার্থীতা নিয়ে সুরাহা হয়নি। ফলে খেলাফত মজলিস শায়খ মামরখানী র এর ছাহেব জাদা মাওলানা আব্দুর রহীমের নাম আজ ঘোষণা করা হয়েছে বলে সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক আলাউদ্দিন তাপাদার জকিগঞ্জ বার্তাকে জানিয়েছেন।
নির্বাচন উপলক্ষ্যে ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। ইতোমধ্যে উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করেছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৪জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।