২৫৯৫ টাকায় স্মার্টফোন এনেছে গ্রামীণফোন
প্রকাশিত হয়েছে : ১:৫২:৫৯,অপরাহ্ন ০৩ মে ২০১৬ | সংবাদটি ১১০০ বার পঠিত
স্বল্প দামের ফোন ওকাপিয়া আলো’র ডিসপ্লে ৩.৫ ইঞ্চির। এতে ডব্লিউভিজিএ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে আছে ১.০ গিগাহার্টজের ডুয়েল কোর প্রসেসর। র্যাম ৫১২ মেগাবাইট। বিল্টইন মেমোরি আছে ৪ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনটির ব্যাটারি ১৪০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের। এটি ভিডিও কল ও ওয়াইফাই, থ্রিজি নেটওয়ার্ক সমর্থন করবে। সাদা ও কালো দুই রঙে ফোনটি পাওয়া যাবে।
এই ফোনটির অপারেটিং সিস্টেম ৪.৪ কিটক্যাট। এর রিয়ার ক্যামেরা ২ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা ০.৩ মেগাপিক্সেলের। ফোনটির খুচরা মূল্য ২৫৯৫ টাকা।
অন্যদিকে লাভা আইরিস ৫০৫ ফোনটির ডিসপ্লে ৪ ইঞির। এতে টিএফটি ডব্লিউভিজিএ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফোনটিতে আছে ১.৩ গিগাহার্টজ ডুয়েল কোর প্রসেসর, চার গিগাবাইট বিল্টইন মেমোরি। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটির র্যাম ৫২১ মেগাবাইট।
অ্যানড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে দুই মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং দুই মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। ১৪০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিযুক্ত লাভা ফোনটি থ্রিজি, ইডিইজি ও ওয়াইফাই ফিচার সমৃদ্ধ। সোনালি ও্ কালো রঙের এই ফোনটির খুচরা মূল্য ২৯৪৫ টাকা।
নতুন ফোন দুইটি ক্রয়ের সঙ্গে গ্রামীণফোনের গ্রাহকরা অফার হিসেবে পাবেন মাত্র ২৫ টাকায় ১০০ জিপি-জিপি মিনিট, বিনামূল্যে ১০০ এসএমএস ও ৫০০ মেগাবাইট ইন্টারনেট ডাটা । একজন ক্রেতা স্মার্টফোন কেনার ১০ মাসের মধ্যে সর্বোচ্চ ১০ বার এই অফার কিনতে পারবেন। GPPHONE টাইপ করে ৫০৫০ নম্বরে এসএমএস করে উক্ত সুবিধা উপভোগ করা যাবে।
গ্রামীণফোনের গ্রাহকরা এই ফোনগুলো কিনলে পাবেন বিশেষ সুবিধা। ফোন দুইটি দুটির ক্রেতারা সাত দিনের আর্লি লাইফ ফেইলর (ইএলএফ) সুবিধায় কিনতে পারবেন। অর্থাৎ স্মার্টফোনটি কেনার সাতদিনের মধ্যে ডিভাইনে কোন ধরনের নির্মাণ জনিত সমস্যা দেখা দিলে তা রিপ্লেস বা পরিবর্তন করে দেয়া হবে। এছাড়া অন্যান্য আকর্ষণীয় অফারে গ্রামীণফোন থেকে ক্রেতারা স্মার্টফোন দুটি কিনতে পারবেন। উভয় হ্যান্ডসেটই তাদের নিজ নিজ প্রস্তুতকারকের কাছ থেকে ১ বছরের ওয়ারেন্টি পাবেন।
গ্রামীণফোনের সিএমও ইয়াসির আজমান বলেন, ‘যখন উচ্চগতির মোবাইল ইন্টারনেট দেশের প্রায় সব মানুষের কাছে পৌঁছে গেছে তখন অনেক ইন্টারনেট ব্যবহারে আগ্রহী মানুষ উচ্চ মূল্যের কারণে স্মার্টফোন কিনতে পারছেন না। আর এ বিষয়টি মাথায় রেখেই আমরা কমদামে বাজারে স্মার্টফোন নিয়ে আসার পদক্ষেপ নিয়েছি যাতে করে বাজেটের কারণে স্মার্টফোন কেনার চিন্তা না করতে হয়। এই পদক্ষেপের ফলে দেশের বিশাল জনগোষ্ঠী স্মার্টফোন কেনার পাশাপাশি ডিজিটাল জীবন ধারায় অভ্যস্থ হতে পারবেন। যা এদেশের ডিজিটাল রূপকল্প বাস্তবায়নে সহায়ক হবে।’ – See more at: http://www.dhakatimes24.com/2016/05/02/111415#sthash.W2TrmFi9.dpuf