উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার; অবশেষে মহিষ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৪:৫০:৪৫,অপরাহ্ন ০৪ মে ২০১৬ | সংবাদটি ৭৪১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: দু’টি বাছুরসহ ৪টি গৃহপালিত মহিষ বাঘপাড়া গ্রামের পার্শ্ববর্তী মাঠ থেকে আমলসীদ বিজিবি আটক করে গত সোমবার। এ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গন্যমান্য অনেকেই বিজিবির কাছ থেকে মহিষ গুলো ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হন। আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জকিগঞ্জ-সিলেট সড়কের শরীফগঞ্জ বাজারস্থ মেইন সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলকাবাসী। এতে সড়কের দু’পাশে অনেক যানবাহন আটকা পড়ে। দূর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম আমলসীদ বিজিবি ক্যাম্পে ছুটে যান। এর আগে মুঠোফোনে তিনি মহিষ ছেড়ে দেয়ার কথা জানিয়ে অবরোধ তুলে নিতে বলেন। উপজেলা নির্বাহী অফিসার আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করেন ক্ষুব্ধ জনতা। দুপুর একটার দিকে বিজিবি মহিষ গুলোকে উপজেলা নির্বাহী অফিসারের সামনে ছেড়ে দেয়। উপজেলা নির্বাহী অফিসার জকিগঞ্জ বার্তাকে জানান অপ্রত্যাশিত ঘটে যাওয়া বিষয়টির আশু সমাধান হয়েছে। মহিষকে ছাড়া হয়েছে, তারা যদি মূল মালিকের বাড়িতে যায়, তাহলে সে মালিক মহিষগুলো পাবেন। অন্যত্র মহিষ চলে গেলে বিজিবি ফের আটক করবে। বিজিবির কোম্পানী কমান্ডার মো: জাহাঙ্গির জকিগঞ্জ বার্তাকে জানান অনাকাঙ্কিত ঘটনার সুষ্ঠ সমাধান হয়েছে। মহিষ ছেড়ে দিয়ে পেছনে বিজিবি ও মালিক পক্ষ থাকবে, যদি মহিষ গুলো মূল মালিকের বাড়িতে যায়, তাহলে তিনি পাবেন। আর অন্য কোথায় গেলে ফের বিজিবি আটক করবে। আমলসীদ বিজিবির ক্যাম্প সুবেদার দেলোয়ার জকিগঞ্জ বার্তাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিষ গুলো আটক করা হয়। সে ক্ষেত্রে নিশ্চিত হয়ে ছেড়ে দিতে হয়েছে। আটকের প্রায় তিনদিন হলেও মহিষ গুলোকে কোনো খাবার দেয়নি এমন অভিযোগ এলাকাবাসীর। তারা বলেন মহিষ গুলো না খেয়ে চরম স্বাস্থ সংকটে পড়ে হাড়গোড় বের হয়েছে। অন্তত মানবিক কারণে তাদের খাবার দিতে পারতো বিজিবি। যেখানে সীমান্ত থেকে চোরাচালান ধরার কথা, সেখানে গৃহপালিত মহিষ ধরে নিয়ে যাওয়াকে সহজে মেনে নিতে পারেননি এলাকার সাধারণ মানুষ। এমন অভিযোগের ব্যাপারে জানতে চাইলে জকিগঞ্জ বার্তাকে স্পষ্ট কোনো জবাব দেয়নি বিজিবি। শেষ খবর পাওয়া পর্যন্ত মহিষ গুলো মূল মালিক কাওছার আহমদের বাড়িতে চলে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।