ইউপি চেয়ারম্যানদের নিয়ে আয়োজন ”মুখোমুখি” অনুষ্ঠান; বারঠাকুরী ইউপিতে বৃহস্পতিবার
প্রকাশিত হয়েছে : ৭:৪৪:২৭,অপরাহ্ন ০৪ মে ২০১৬ | সংবাদটি ৬২৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ জকিগঞ্জ উপজেলার বর্তমান সকল ইউপি চেয়ারম্যানদের নিয়ে জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের বিশেষ আয়োজন “মূখোমুখি”। আমাদের এ আয়োজনে আমরা পর্যায়ক্রমে যাচ্ছি ৯’টি ইউনিয়নে। ধারাবাহিক ‘’মুখোমুখি’’ অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত থাকবেন বর্তমান ইউপি চেয়ারম্যানগণ। তাদের কাছ থেকে জানবো কেমন কাটালেন বিগত বছরগুলো।
জনপ্রতিনিধির “মুখোমুখি” অনুষ্ঠানে আপনিও আমাদের সাথে যোগ দিতে পারেন অথবা জানাতে পারেন আপনার মতামত। অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনি চাইলে আমাদের মুঠোফোনে কল করে অথবা আমাদের ফেইসবুক পেইজে ইনবক্স করে জানাতে পারেন আপনার মতামত।
আর এবার আমরা যাচ্ছি ৭নং বারঠাকুরী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরীর কাছে। বৃহস্পতিবার (৫মে) দুপুর একটায় ইউপি পরিষদ কক্ষে মুখোমুখি হবো এ জনপ্রতিনিধির। আশাকরি আপনিও সাথে থেকে জানাবেন আপনার মতামত।
যোগাযোগ: এনামুল হক মুন্না, সম্পাদক; জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকম (zakiganjbarta24.com)মোবাইল নম্বর: ০১৭২৩৯৭৯৬১৬