জকিগঞ্জের ৯ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন যারা
প্রকাশিত হয়েছে : ১১:৪৬:০৪,অপরাহ্ন ১৩ মে ২০১৬ | সংবাদটি ৭৫৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের ৯ইউপিতে আগামী ৪জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে অনেকেই মনোনয়নপত্র দাখিল করেছেন। গত রোববার, সোমবার ও মঙ্গলবার ৫৬জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
যারা মনোনয়নপত্র দালিখ করেন, তারা হলেন বারহাল ইউনিয়নে চেয়ারম্যান পদে মোস্তাক আহমদ চৌধুরী(স্বতন্ত্র), জাকির আহমদ চৌধরী(স্বতন্ত্র), মিছবাহ জামান(আ.লীগ), বুরহান উদ্দিন রনি(বিএনপি), আবুল কালাম আহমদ চৌধুরী (স্বতন্ত্র)।
বিরশ্রী: বিরশ্রীতে আব্দুছ ছালাম চৌধুরী(স্বতন্ত্র), ইউনুছ আলী (আ.লীগ), জয়নাল আবেদন চৌধুরী(বিএনপি), সালেহ আহমদ(স্বতন্ত্র-আ.লীগ বিদ্রোহী), আব্দুল আজিজ সিরাজী(জাপা)।
কাজলসার: কাজলসার ইউনিয়নে আব্দুর রশিদ বাহাদুর (স্বতন্ত্র),মোস্তাক আহমদ(বিএনপি), জুলকারনাইন লস্কর(আ.লীগ), আবুল হোসেন (স্বতন্ত্র), আব্দুল গফুর(আ.লীগ বিদ্রোহী), চেরাগ আলী(বিএনপির বিদ্রোহী), শামসুর রহমান শামীম (স্বতন্ত্র), জহুরুল হক খসরু(আ.লীগ বিদ্রোহী), আতিকুর রহমান মনি(আ.লীগ বিদ্রোহী), জামাল আহমদ (প্রবাসী জাপা নেতা), মাওলানা সালেহ আহমদ(জমিয়ত),ফারুক আহমদ লোদী(জাপা) ।
খলাছড়া: কবির আহমদ(আ.লীগ), আব্দুল গফুর(স্বতন্ত্র-আ.লীগ বিদ্রোহী)), গোলাম মোস্তফা মাসুক(স্বতন্ত্র-আ.লীগ বিদ্রোহী)), আব্দুল হক(জাপা)।
জকিগঞ্জ: খলিলুর রহমান(আ.লীগ), হাসান আহমদ (বিএনপি),আতাউর রহমান আলতা(জাপা), মাহতাব আহমদ(স্বতন্ত্র-জাপা বিদ্রোহী), আব্দুল ওয়াদুদ(স্বতন্ত্র),ছালেহ আহমদ(স্বতন্ত্র-আ.লীগ বিদ্রোহী)) ।
সুলতানপুর: ইকবাল আহমদ চৌধূরী একল (আ.লীগ), হাজী বুরহান উদ্দিন(স্বতন্ত্র-খেলাফত মজলিস), মুজিবুর রহমান তাপাদার(বিএনপি), রফিকুল ইসলাম(স্বতন্ত্র-আ.লীগ বিদ্রোহী), জালাল উদ্দিন(জাপা), হাসান আহমদ(স্বতন্ত্র-বিএনপির বিদ্রোহী), আনোয়ার হোসেন হেলালী(জাপা), মাওলানা আব্দুস শহীদ(জমিয়ত), বদরুল হক তাপাদার(স্বতন্ত্র)।
বারঠাকুরি: মহসীন মর্তুজা চৌধুরী(আ.লীগ), নাছির উদ্দিন (বিএনপি),ময়নুল ইসলাম(স্বতন্ত্র), জামাল উদ্দিন আহমদ মাষ্টার (স্বতন্ত্র-আ.লীগ বিদ্রোহী), ইউসুফ আলী(ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
কসকনকপুর: আলতাফ হোসেন লস্কর(স্বতন্ত্র-আ.লীগ বিদ্রোহী), আব্দুর রাজ্জাক তাপাদার রিয়াজ(আ.লীগ), আব্দুস সাত্তার মঈন(স্বতন্ত্র), আব্দুর রহিম(স্বতন্ত্র ছাহেব জাদায়ে মামরখানি র.), হুমায়ূন কবির বাবর(জমিয়ত), জাকির হোসেন (স্বতন্ত্র)।
মানিকপুর: আবু জাফর মো. রায়হান(আ.লীগ), হেলাল আহমদ চৌধুরী(বিএনপি), মাহতাব হোসেন চৌধুরী(জাপা), এএফএম লুৎফুল্লাহেল মাজেদ(স্বতন্ত্র), ইয়াসিন আলী চৌধুরী(স্বতন্ত্র)।