ক্যান্সারে আক্রান্ত স্কুল শিক্ষক আজিজ, সহযোগিতা কামনা
প্রকাশিত হয়েছে : ১২:০৯:৩৬,অপরাহ্ন ১৫ মে ২০১৬ | সংবাদটি ৬৮৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: মরন ব্যাধি ক্যান্সারে আক্রান্ত শিক্ষক আব্দুল আজিজ। তিনি জকিগঞ্জের শাহ শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। গত প্রায় ৬মাস আগে লিভারের টিউমারটি অপারেশন করেন চিকিৎসকরা। এর পর থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ক্রমান্বয়ে চরম আকার ধারণ করছে তার। কিন্তু চিকিৎসা ব্যয় সামলাতে হিমশিম খা্চ্ছেন পরিবারের লোকজন।
আব্দুল আজিজ জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান গত ৬মাস আগে লিভারের টিউমার অপারেশন করা হয়। এর পর থেকে শারীরিক অবস্থার অবনতি হয়। বর্তমানে সিলেট নগরীর আরোগ্য পলি ক্লিনিকের ৪র্থ তলার ৩নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছি। কেমোথেরাপী দেওয়া হচ্ছে। সকলের দোয়ায় ভালো হয়ে যাবেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস শহিদ তাপাদার ও আমলসীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক জানান প্রায় ৩মাস আগে চিকিৎসা ব্যয় হিসেবে ৩৫হাজার টাকা তাকে দেওয়া হয়েছে। ১৭বছর থেকে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন তিনি। স্ত্রী আর দু’টি সন্তান রয়েছে তার। দরিদ্র পরিবারের সন্তান স্কুল শিক্ষক আজিজকে বাচাতে হৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তারা্।