জিপিএ ৫ প্রাপ্ত সালমান প্রকৌশলী হতে চায়
প্রকাশিত হয়েছে : ১২:১২:২০,অপরাহ্ন ১৫ মে ২০১৬ | সংবাদটি ৬২৯ বার পঠিত
এবারের এসএসসি পরীক্ষায় জকিগঞ্জের মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে বিজ্ঞান বিভাগে সালমান আহমদ জিপিএ ৫ অর্জন করেছে। সে ভবিষ্যতে একজন প্রকৌশলী হতে চায়। তার এ ফলাফলের জন্য মা-বাবা, ভাই-বোন ও শিক্ষকবৃন্দের নিকট সে কৃতজ্ঞ। সে দৈনিক ৬-৮ ঘন্টা লেখাপড়া করতো। সালমান বারহাল ইউনিয়নের শরীফাবাদ গ্রামের শওকত আলী ও রেহেনা বেগমের সপ্তম পুত্র। সে পঞ্চম শ্রেণীর সমাপনী ও জেএসসিতে জিপিএ ৫ ও সরকারী বৃত্তি অর্জন করেছিল। ভবিষ্যৎ স্বপ্ন পূরণের জন্য সে সকলের দোয়া প্রার্থী।
মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাব্বির আহমদ জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান, সার্বিক দিক দিয়ে বিদ্যালয়ের ফলাফল সন্তোষজনক। জিপিএ ৫ প্রাপ্ত সালমান আহমদসহ সকল কৃতি শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি, অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।ভবিষ্যতে আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন তিনি।