খলাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা
প্রকাশিত হয়েছে : ১০:২১:৩৪,অপরাহ্ন ১৫ মে ২০১৬ | সংবাদটি ৬৬০ বার পঠিত
শনিবার বিকেল ৪ টায় বাংলাদেশ আওয়ামী লীগ জকিগঞ্জ উপজেলার ৪ নং খলাছড়া ইউনিয়ন শাখার বর্ধিত সভা উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ লোকমান উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ড – সিলেট জেলা শাখার ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আকরাম আলী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুস্তাকিম হায়দর,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের মহাসচিব সাজনা সুলতানা হক চৌধূরী, সাবেক যুগ্ম আহবায়ক এম.এ.জি বাবর, নাসিম আহমদ, আওয়ামীলীগ নেতা মুস্তফা কামান্ডার,আব্দুল মালেক, শফাওত আলী, শফিউল আলম মুন্না, আহমদুল হক চৌধূরী বেলাল ,মুক্তিযোদ্ধা সুনু মিয়া, সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃ বৃন্দ।
সভায় বক্তারা দল-মত, নির্বিশেষে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনিত চেয়ারম্যান পদ প্রার্থী কবির আহমদ কে বিজয়ী করার আহবান জানান ।
সুত্র: আহমদুল হক চৌধুরী বেলাল