জাতীয় পার্টির সম্মেলনে সেলিম উদ্দিন এমপি’র নেতৃত্বে বিশাল মিছিল
প্রকাশিত হয়েছে : ১০:৪৭:৪৯,অপরাহ্ন ১৫ মে ২০১৬ | সংবাদটি ৭৯৫ বার পঠিত
জাতীয় পার্টির নব-নির্বাচিত চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এমপি, সিনিয়র কো-চেয়ারম্যান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি কে অভিনন্দন জানান বাংলাদেশ বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সিলেট বিভাগের জাতীয় পার্টির কর্ণধার সেলিম উদ্দিন এমপি ।
জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মহাসচিব সিলেট বিভাগের জাতীয় পার্টির কর্ণধার সেলিম উদ্দিন এমপি’র নেতৃত্বে একটি বিশাল মিছিল সম্মেলনে যোগদান করে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন সফল করায় সিলেট জেলা জাতীয় পার্টি, সিলেট মহানগর জাতীয় পার্টি, সিলেট জেলা জাতীয় যুব সংহতি, সিলেট জেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টি, সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজ, সিলেট জেলা জাতীয় উলামা পার্টি, সিলেট জেলা মহিলা পার্টি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সিলেটের ১৩টি উপজেলা থেকে আগত সকল নেতাকর্মীবৃন্দ বিশেষ করে জকিগঞ্জ, কানাইঘাট বিয়ানীবাজর, গোলাপগঞ্জ, থেকে আগত সকল নেতাকর্মীকে সাবেক সফল রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এমপি, সিনয়র কো-চেয়ারম্যান বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি’র পক্ষ থেকে অভিনন্দন জানান বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি ।