জকিগঞ্জ বার্তায় সংবাদ প্রকাশের পর সেই স্কুল দেখতে গেলেন শিক্ষা অফিসার
প্রকাশিত হয়েছে : ১২:১৫:৪০,অপরাহ্ন ১৭ মে ২০১৬ | সংবাদটি ৭৯০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ভা্ঙ্গা-জরাজীর্ণ স্কুল দেখতে গেলেন জকিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার। জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়নের লিয়াকতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নানা সমস্যা নিয়ে বিস্তারীত প্রতিবেদন গতকাল জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমে পরিবেশিত হওয়ার পর দেশ ও বিদেশে ব্যাপক আলোচিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম স্কুলটির বিষয়ে খোজখবর নেওয়ার পাশাপাশি শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থার নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আজ সোমবার বেলা পৌনে দুইটার দিকে জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্নাকে নিয়ে সরেজমিনে স্কুলে যান উপজেলা শিক্ষা অফিসার মো: রফিজ মিয়া। স্কুলের বিভিন্ন সমস্যা দেখে তিনি বিস্মিত হন। দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্রকল্পের পক্ষ থেকে ৪০হাজার টাকা বরাদ্ধ দেয়ার কথা বলেন। বলেন টাকা পেয়েই স্কুলটি মেরামত করা উচিত। আগামী কালকের মধ্যে স্কুল এ টাকা পেয়ে যাবে। ২০বছর ধরে শিক্ষকদের বেতন না পাওয়ার বিষয়ে পদক্ষেপ নেবেন। শিক্ষক-শিক্ষার্থীদের খোজখবরও নেন শিক্ষা অফিসার। একজন সহকারি শিক্ষককে তিন দিন ধরে স্কুলে অনুপস্থিত পান তিনি। শিক্ষার্থীদের উপস্থিতি কমসহ সার্বিক বিষয় দেখে অসন্তোষ প্রকাশ করে প্রধান শিক্ষক আব্দুল মুকিতকে ভর্ৎ্স্যনা করেন শিক্ষা অফিসার। স্কুলের সমস্যা, লেখাপড়ার মানসহ সার্বিক বিষয় পরিদর্শন বহিতে লেখেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান, স্কুলের সমস্যা সমাধানে উপজেলা শিক্ষা অফিসারকে বলেছি। দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত: ১৯৯৬সালে প্রতিষ্ঠিত লিয়াকত সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বাশ-বেতের বেড়া দিয়ে নির্মিত। সম্প্রতি স্কুলের একটি কক্ষের টিনের চাল ঝড়ে উড়িয়ে নিয়ে যায়। ডেস্ক-বেঞ্চের অভাব, অফিসের আসবাবপত্র নেই। যততত্র ফাইল পত্র রাখা। শিক্ষকদের বেতন নেই ২০বছর থেকে। সব মিলিয়ে পুরো স্কুলে সমস্যার অন্ত নেই।