বারহালে ধানের শীষের প্রার্থী বুরহান উদ্দিন রনিকে খেদমতে ইসলামের সমর্থন
প্রকাশিত হয়েছে : ৯:১৭:০৮,অপরাহ্ন ১৮ মে ২০১৬ | সংবাদটি ১৫৩১ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্ট: জকিগঞ্জ উপজেলা আসন্ন ইউ পি নির্বাচনে বারহাল ইউনিয়নের বিএনপি সমর্থিত ধানের শীষ মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী বুরহান উদ্দিন রনিকে খেদমতে ইসলাম সমাজ কল্যাণ পরিষদ বারহাল এর নেতা কর্মিরা সমর্থন জানিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাত ঘটিকার নিজগ্রাম জামে মসজিদ সংলগ্ন খেদমতে ইসলাম সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা মাওঃ আব্দুল মালিকের সভাপতিত্বে সাধারন সম্পাদক মাওঃ জসিম উদ্দিন সাইদের সঞ্চালনায় হাফিজ সুলায়মান আহমদের কেরাত পাঠে দুর্নিবার সাংস্কৃতিক কাফেলার পরিচালক আব্দুল্লাহ আল মনসুরের ইসলামী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বারহাল ইউনিয়ন বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী বুরহান উদ্দিন রনি।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন,পরিষদের সভাপতি মাওঃ আইনুল ইসলাম, সহ-সভাপতি মাওঃ কবির আহমদ, উপদেষ্ঠা মাওঃ আব্দুল খালিক, উপজেলা ছাত্রদল নেতা জাকিরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, হাফিজ মঞ্জুর, মাওঃ জহিরআহমদ, মাওঃ জামাল আহমদ, মাওঃ আতিকুর রহমান প্রমূখ।