অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা
প্রকাশিত হয়েছে : ১০:১১:২৬,অপরাহ্ন ১৮ মে ২০১৬ | সংবাদটি ৭৩৩ বার পঠিত
গতকাল বুধবার সচিবালয়ে শিক্ষানীতি বাস্তবায়নসংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এ কথা জানান। তারা জানান, শিক্ষার ক্ষেত্রে এত বড় মৌলিক পরিবর্তন আগে হয়নি।
জাতীয় শিক্ষানীতির আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, “আজ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় থাকবে। অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস, পরীক্ষা, সিলেবাসসহ সব বিষয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেখবে। ওই মন্ত্রণালয় ঠিক করবে, কীভাবে তারা এই কাজগুলো বাস্তবায়ন করবে।”
শিক্ষামন্ত্রী বলেন, সিদ্ধান্ত হয়ে গেলেও এখন কিছু আনুষ্ঠানিকতা বাকি। প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠিয়ে অনুমোদন নেওয়া হবে। প্রয়োজনে মন্ত্রিসভারও অনুমোদন নেওয়া হবে। তবে আজকের দিন থেকে এটি ধরা হবে।”
জাতীয় শিক্ষানীতিতে শিক্ষার তিনটি স্তরের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এর মধ্যে প্রাথমিক স্তর হলো অষ্টম শ্রেণি পর্যন্ত। নবম থেকে দ্বাদশ পর্যন্ত মাধ্যমিক স্তর এবং পরবর্তী স্তর হলো উচ্চশিক্ষা স্তর। যত দ্রুত সম্ভব জাতীয় শিক্ষানীতির আলোকে তিন স্তরের শিক্ষা বাস্তবায়নে সরকার তৎপর বলে জানান মন্ত্রী।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, “অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সব কার্যক্রম আমাদের কাছে দেয়া হয়েছে। আজকের তারিখে কার্যক্রম শুরু করে দিলাম। নতুন অর্থবছরের আগেই আনুষঙ্গিক সব ঠিক করে ফেলা হবে।” এ জন্য তিনি সবার সহযোগিতা চান।
অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান হয় এমন এমপিওভুক্ত ৫৫৩ শিক্ষাপ্রতিষ্ঠান ও নন-এমপিওভুক্ত ১ হাজার ৮২৮টি নিম্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়।
এ ছাড়া এই সিদ্ধান্তের ফলে চার হাজার ৩৬৫টি বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চলে যাবে।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও বেশ কয়েকজন শিক্ষাবিদ উপস্থিত ছিলেন।
এদিকে সভার একটি সূত্র জানায়, সভায় শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু আসতে না পারায় একটি একটি লিখিত বক্তব্য পাঠান। সেটি পড়ে শোনান শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ। লিখিত বক্তব্যে জাফর ইকবাল প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সমালোচনা করে বলেন, এই পরীক্ষা বিপর্যয় ডেকে এনেছে। – See more at: http://www.dhakatimes24.com/2016/05/18/113494#sthash.w3r8lvfG.dpuf