সিঙ্গাপুর ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন সাংবাদিক আহসান হাবিব
প্রকাশিত হয়েছে : ১:৫৯:২৩,অপরাহ্ন ১৯ মে ২০১৬ | সংবাদটি ১১৪৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ব্যবসা সংক্রান্ত কাজে সিঙ্গাপুর ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস চেয়ারম্যান, দক্ষিণ সুরমা জার্নালিষ্ট ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও সৌর বিদ্যুৎ কোম্পানী এম এ ই সার্ভিসেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: আহসান হাবীব।
জকিগঞ্জের নগরকান্দি গ্রামের সন্তান আহসান হাবিব জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ১১টায় রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মালিন্দ্র এয়ারলাইন্স যোগে মালয়েশিয়া যাবেন। সেখানে তিন দিন অবস্থানের পর দু’দিনের জন্য সিঙ্গাপুর যাবেন তিনি। প্রবাসে অবস্থানরতদের সাথে মতবিনিময়, ব্যবসা সংক্রান্ত প্রয়োজনীয় কাজে তিনি সময় দেবেন। নিরাপদে দেশে ফিরতে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।