রমযান সামনে রেখে জকিগঞ্জ বাজারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৮:৫৭:৫৪,অপরাহ্ন ২১ মে ২০১৬ | সংবাদটি ৮৫৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমযান অত্যাসন্ন। মাহে রমযানের পবিত্রতা রক্ষা, পৌরশহরকে পরিচ্ছন্ন, যানজটমুক্ত রাখতে প্রয়োজনীয় পরামর্শের জন্য ব্যবসায়ীদের ডাকা হয়। জকিগঞ্জ বাজারে শুক্রবার রাত ৯টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভা্পতিত্ব করেন পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিন। তিনি বক্তব্যে বলেন, বাজারের শৃংখলা রক্ষায় ব্যবসায়ীসহ সকল মহলকে এগিয়ে আসতে হবে। উপজেলার প্রধান বাজারটিকে সৌন্দর্য্যবর্ধন করা আমাদের সকলের দায়িত্ব। প্রধান সহকারি মো: মনিরুজ্জামানের পরিচালনা্য় স্বাগত বক্তব্য দেন বাজার ব্যবসায়ী কমিটির সে্ক্রেটারি আব্দুল জব্বার জবাই মিয়া।
বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ নেতা এম এ জি বাবর, কাউন্সিলর নজরুল ইসলাম, রিপন আহমদ, শামীম আহমদ, পৌর যুবলীগ সভাপতি আব্দুস ছালাম, বাজার কমিটির কোষাধ্যক্ষ আব্দুস ছালাম, পরিচালক এনামুল হক মুন্না, সহকারি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায়ী বাচ্চু খান, বদরুল হক, মুছলেহ উদ্দিন সুহেল প্রমূখ।বক্তারা বাজারকে যানজটমুক্ত রাখা, যততত্র দোকান না বসানো, গাড়ি না রাখাসহ বিভিন্ন বিষয়ে পৌরসভার সহযোগিতা কামনা করেন। এ বাজার আমার আপনার সকলের, তাই এ বাজারকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখা সকলের দায়িত্ব ও কর্তব্য।