এরশাদের কাছে ব্যাখ্যা দিলেন সেলিম ওসমান
প্রকাশিত হয়েছে : ৮:২৮:৪৫,অপরাহ্ন ২২ মে ২০১৬ | সংবাদটি ৭৪০ বার পঠিত
দলের নীতি নির্ধারকদের সভায় তার এই লিখিত বক্তব্য পর্যালোচনা করে সেলিম ওসমানের ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
গত ক’দিন ধরে সেলিম ওসমানকে নিয়ে সমাজের প্রায় সর্বস্তরে আলোচনা-বিতর্কের ঝড় চললেও তার দল জাতীয় পার্টি কিছু বলেনি। সেটা কেন? সেলিম ওসমানকে নিয়ে জাতীয় পার্টির অবস্থান আসলে কী এ সম্পর্কে হাওলাদার গণমাধ্যমকে বলেন, দেশের বেশিরভাগ মানুষ যেটা ভাবেন সেটা বিবেচনা করেই দল পরিচালিত হয়। জনগণের সেন্টিমেন্টকে সম্মান জানানো এবং তাদেরকে সঙ্গে রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য।
তিনি বলেন, “এমপি সাহেবকে নিয়ে যে অবস্থার সৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতে সেলিম ওসমান আমাদের নেতার সঙ্গে দেখা করে তার বক্তব্য তুলে ধরেছেন। প্রেসিডিয়ামের সভায় এটা নিয়ে আলোচনা হবে। আলোচনার পরেই এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
সম্প্রতি নারায়ণগঞ্জের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে জনসম্মখে কানধরে উঠবস করান সাংসদ সেলিম ওসমান। শিক্ষক শ্রেণিসহ বিভিন্ন মহল থেকে তার বিচারের দাবি উঠেছে। তবে ধর্মীয় দলগুলো এই ইস্যুতে সেলিম ওসমানের পাশে দাঁড়িয়েছে। এ ব্যাপারে তার দল জাপার কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।