সিম রি-রেজিস্ট্রেশনে লোভনীয় যতো অফার
প্রকাশিত হয়েছে : ৮:৫৭:৪৫,অপরাহ্ন ২২ মে ২০১৬ | সংবাদটি ৭৮৯ বার পঠিত
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রি-রেজিস্ট্রেশনে গ্রাহকদের আগ্রহী করতে লোভনীয় অফার দিচ্ছে মোবাইল অপারেটরগুলো। দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংক ইতিমধ্যে বিজ্ঞাপনের মাধ্যমে নিজেদের অফার সম্পর্কে গ্রাহকদের অবহিত করছে।
রি-রেজিস্ট্রেশনকারী গ্রাহকদের জন্য প্রতি ২০ মিনিটে একটি করে হ্যান্ডসেট উপহার দিচ্ছে গ্রামীণফোন। আগামী ৩১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে রি-রেজিস্ট্রেশন করলে এ অফার পাওয়া যাবে। এছাড়াও রি-রেজিস্ট্রেশন সম্পন্নকারী সব গ্রাহক বিনামূল্যে ২০০ টাকার টক টাইম পাবেন। এ টক টাইম ৭ দিন কার্যকর থাকবে এবং তা শুধু জিপি-জিপি কলের জন্য প্রযোজ্য। ২৭ মে পর্যন্ত এ অফার পাওয়া যাবে।
গ্রাহকদের রি-রেজিস্ট্রেশনে আগ্রহী করতে পিছিয়ে নেই দেশের অন্যতম মোবাইল অপারেটর বাংলালিংক। ব্যবহারকারীদের রি-রেজিস্ট্রেশনে করলে নিশ্চিত উপহারসহ ১০ লাখ টাকা জিতে নেয়ার সুযোগ দিয়েছে অপারেটরটি।
অন্যদিকে রবি ব্যবহারকারীরা রি-রেজিস্ট্রেশন করলে প্রতি ঘণ্টায় একজন জিতে নিতে পারেন ১০ হাজার টাকা। আর প্রতিদিন একজন ভাগ্যবান রেজিস্ট্রশনকারী পাবেন ১০ লাখ টাকা। এছাড়াও রি-রেজিস্ট্রেশন সম্পন্নকারী সব গ্রাহক বিনামূল্যে ৫০ টাকার টক টাইম পাবেন।
মূলত সিম রি-রেজিস্ট্রেশনে গ্রাহকদের উৎসাহিত করতেই এ ধরনের অফার দেয়া হয়েছে বলে জানিয়েছে শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
এদিকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, ১০ কোটি সিম রি-রেজিস্ট্রেশন হলে তারা সন্তুষ্ট।
প্রসঙ্গত, গত বছরের ১৬ ডিসেম্বর সরকার সব অনিবন্ধিত সিম রি-রেজিস্ট্রেশনের উদ্যোগ নেয়। এ পর্যন্ত সাড়ে নয় কোটি সিম রি-রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। বায়োমেট্রিক রি-রেজিস্ট্রেশনের এক মাসের বর্ধিত সময় আগামী ৩১ মে শেষ হবে। এ সময়ের মধ্যে যারা রেজিস্ট্রেশন করবেন না তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।
সুত্র: বাংলা মেইল