সরকারি হাসপাতালের আরও ১৯শয্যার কাজ শেষ পর্যায়ে
প্রকাশিত হয়েছে : ২:৪২:২৫,অপরাহ্ন ২৫ মে ২০১৬ | সংবাদটি ৫৭৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সাড়ে ৬কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন জকিগঞ্জ সরকারি হাসপাতালেরে আরও ১৯শয্যার কাজ ধীর গতিতে চলছে। দু’টি বিল্ডিংয়ের মধ্যে একটি কাজ সম্পন্ন হওয়ার পথে। অন্যটি ন্যূনতম আরও একমাসের উপরে যাবে বলে কাজের ম্যানেজার মো: মোফাজ্জল হোসেন কিরণ জানিয়েছেন। তিনি জানান, কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মিলন এন্টারপ্রাইজ। সিডিউল অনুযায়ী এখনও সময় রয়েছে। আশা করি মাস-দেড়েকের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। কাজের মান নিয়ে বলেন, সিডিউলে যেভাবে আছে, সেভাবে কাজ চলছে। কোথাও অনিয়ম দূর্নীতি হয়নি বলে জানান এ ম্যানেজার।
তবে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ডা. খালেদ আহমদ জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান সিডিউল অনুসারে কাজের মেয়াদ শেষ হয়ে গেছে বলে সংশ্লিষ্ট সুত্রে জেনেছি। আমরা চাই কাজের মান ভালো হওয়ার পাশাপাশি দ্রুত কাজ সম্পন্ন করে ৩১শয্যার হাসপাতাল চালু হওয়া। তাতে রোগীদের দূর্ভোগ কমে যাবে।