৭ দিনের সফরে সিলেট আসছেন বিরোধীদলীয় হুইপ সেলিম
প্রকাশিত হয়েছে : ১:৫৯:১৫,অপরাহ্ন ২৬ মে ২০১৬ | সংবাদটি ৯৬২ বার পঠিত
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন ৭ দিনের সফরে সিলেট আসছেন বৃহস্পতিবার।
২৬ মে থেকে ১ জুন পর্যন্ত তিনি সিলেট অবস্থান করবেন। এসময় তিনি জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে যোগদান করবেন।
২৮ মে বিকাল ৩ টায় বিয়ানীবাজারের সিটি গেইট পার্টি সেন্টারে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান, ২৯ মে দুপুরে কানাইঘাট উপজেলা কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান ও বিকালে মুক্তিযোদ্ধাদের মধ্যে গৃহের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান, ৩১ দুপুরে জকিগঞ্জ উপজেলা অডিটরিয়ামে মসজিদ ও মন্দিরের চেক বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং বিকালে জকিগঞ্জ পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে যোগদান করবেন বিরোধীদলীয় হুইপ সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন।