চেয়ারম্যান প্রার্থী রশিদ, জুলকারনাইন ও জালালকে ২৩হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ১:১৮:৩৬,অপরাহ্ন ২৬ মে ২০১৬ | সংবাদটি ১০৭৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন আচরণ বিধি লঙ্গনের কারণে জকিগঞ্জের কাজলসার ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ বাহাদুরকে ১০হাজার টাকা, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জুলকারনাইন লস্করকে ১০হাজার টাকা ও সুলতানপুর ইউপির জাপা সমর্থিত প্রার্থী মো: জালাল উদ্দিনকে ৩হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের অর্থ দন্ড দেয়ার পর জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম।