নির্বাচনী উৎসব বারহাল ইউপিতে; যা বললেন চেয়ারম্যান প্রার্থীরা
প্রকাশিত হয়েছে : ৯:৪১:২৭,অপরাহ্ন ২৬ মে ২০১৬ | সংবাদটি ৮৯৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের ৯টি ইউনিয়নের পাড়ায় পাড়ায় নির্বাচনী উৎসব বিরাজ করছে। প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন সর্বত্র। প্রতিদিন দুপুর ২টা হতে রাত ৮টা পর্যন্ত রিকসা, টমটম, সিএনজি অটোরিকসা দিয়ে মাইকিংয়ে প্রার্থীদের স্বপক্ষে নানা শ্লোগান দিয়ে ভোটারদের উদ্ধুব্ধ করছেন। এতে বিরক্ত প্রকাশ করেছেন অনেক ভোটার।
গতকাল বুধবার বিষয়টি জেলা প্রশাসক (ডিসি)র কাছে অভিযোগ করা হয়। একই সময়ে মাইকিং হওয়াতে জনগণ চরম বিরক্ত হচ্ছেন। কেউ কেউ জানিয়েছেন, শব্দ দূষণ আইনে এদের জরিমানা করা উচিত। রিকসা বা গাড়িতে একটি মাইক ব্যবহারের কথা থাকলেও একাধিক ব্যবহার হচ্ছে। অবশ্য উপজেলা প্রশাসন নির্বাচনী আচরণ বিধি লঙ্গনের বিষয়ে আজ বৃহস্পতিবার ৪জন চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছেন। তাদের সতর্কও করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার (অ:দা:) ও রিটার্ণিং অফিসার মো: আবুল হাসনাত জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আচরণ বিধি লঙ্গন হলে, লিখিত অভিযোগ পেলেই সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রবাসী অধ্যুষিত বারহাল ইউনিয়নের মোট ভোটার প্রায় ২০হাজার। ভোটাররা বলেছেন, যিনি আমাদের ইউনিয়নের সমস্যা গুলো সমাধান করতে পারবেন, তাকেই নির্বাচিত করবো। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেন, অথচ নির্বাচনের পরে ভূলে যাবেন, তাদের ভোট দেবেন না তারা। সৎ,নির্ভিক একজনকে নির্বাচিত করবেন এমনটাই জানান স্থানীয় ভোটাররা।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বারহাল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান, মোস্তাক আহমদ চৌধুরী (মোটরসাইকেল),আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সাবেক চেয়ারম্যান, মিছবাহ জামান (নৌকা), বিএনপি মনোনিত প্রার্থী বুরহান উদ্দিন রনি (ধানের শীষ), জাপা মনোনিত প্রার্থী আবুল কালাম আহমদ চৌধুরী (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান, জাকির আহমদ চৌধুরী (আনারস প্রতিক) নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। তারা প্রত্যেকেই প্রতিদিন গণ সংযোগ, উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে মোস্তাক আহমদ চৌধুরী জানান, ১০টি সেন্টারের মধ্যে অন্তত ৬টি সেন্টারে প্রথম হবো। প্রতিদ্বন্ধি সকল প্রার্থী যা ভোট পাবেন, তার চেয়ে বেশি তিনি পাবেন বলে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন। বিজয় নিশ্চিত বলেও তিনি জানান। জাকির আহমদ চৌধুরী জানান, অন্তত ৫টি কেন্দ্রে প্রথম হবো। বিজয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন নিকটতম প্রতিদ্বন্ধি হবেন মোস্তাক আহমদ চৌধুরী। তালুকদার মিছবাহ জামানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। বুরহান উদ্দিন রনি জানান, ইনশাল্লাহ আমার যথেষ্ট জন সমর্থন রয়েছে। ৪জুন বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অবশ্য আবুল কালাম আহমদ চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি।