বারহালে ধানের শীষের পক্ষে গণসংযোগে গোলাপগঞ্জ উপজেলার নবনির্বাচিত চার চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ৫:৪৭:০০,অপরাহ্ন ২৭ মে ২০১৬ | সংবাদটি ১২৮৮ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্টঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বুরহান উদ্দিন (রনি) বিভিন্ন স্থানে গণসংযোগ করে বারহালের সচেতন মহলের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে পড়েছেন। গত কাল বৃহস্পতিবার বাদ আছর থেকে শাহগলী বাসস্ট্যান্ড থেকে শাহগলী বাজারের প্রতিটা দোকানের ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া নিয়ে বাজারের চৌমুহনীতে পথ সভা অনুষ্ঠিত হয়। বারহাল বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার কুটু মনি মিয়ার সভাপতিত্বে জেলা ছাত্রদল নেতা অলি চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ লক্ষনাবন্ধ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নছিরুল হক শাহীন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল, আমুড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রুহেল আহমদ, ২নং গোলাপগঞ্জ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ,ইসলামী ঐক্যজোট গোলাপগঞ্জের সভাপতি ইলিয়াছ বিন রিয়াছত।
চেয়ারম্যান পদপ্রার্থী বুরহান উদ্দিন রনি বলেন, নিজ দল বিএনপির শীর্ষস্থানীয় ব্যক্তি ও এলাকার মানুষের ভালবাসা দেখে নিজেকে গর্বিত মনে করছেন। তিনি বলেন, প্রতিদিন গণসংযোগে অংশগ্রহন করতে জেলা ও উপজেলার নেতৃবৃন্দ আসেন। আগামী কাল শনিবার বিকাল দুই ঘটিকার সময় শাহবাগ পয়েন্টে বিশাল পথ সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন,জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ,সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের সিলেট বিভাগের সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী।