জকিগঞ্জ-সিলেট সড়ক সংস্কারের দাবিতে সিলেটস্থ জকিগঞ্জ উন্নয়ন সংস্থার স্বারকলিপি
প্রকাশিত হয়েছে : ২:০৫:৫৭,অপরাহ্ন ৩০ মে ২০১৬ | সংবাদটি ২৬২৬ বার পঠিত
জকিগঞ্জ উন্নয়ন সংস্থা সিলেটের উদ্যোগে জকিগঞ্জ-সিলেট সড়ক সংস্কার, বিভিন্ন বাজারে রোড ডিভাইডার, রাস্তার দুপাশে দখল করে বসানো অবৈধ দোকান পাট,বাস স্ট্যান্ড,উচ্ছেদের দাবিতে রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগ মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিলেট-জকিগঞ্জ সড়কটি দূর্ভোগের সড়কে পরিণত হয়েছে। সড়কটি সিলেট জেলার দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট, জকিগঞ্জ সহ মোট ৫টি উপজেলা ও ১৪টি বাজারের মধ্যে দিয়ে গেছে। প্রতিদিন এ সড়ক দিয়ে হাজার হাজার লোক উপজেলা থেকে জেলা শহর, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কাজে যাতায়াত করে। এছাড়া ভারতের সঙ্গে জকিগঞ্জের কাস্টমস ও ইমিগ্রেশনে দু’দেশের যাতায়াতকারীরা এ সড়ক ব্যবহার করে। কিন্তু বর্তমানে গুরুত্বপূর্ণ এ সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে পানি জমে আছে। এতে স্থানীয় লোকজনসহ ভারত থেকে ভ্রমণে আসা লোকজন চরম দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে করে গোলাপগঞ্জ উপজেলার নুরজাহান সিএনজি পাম্পের সামন, বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজার, কাকুরা ব্রীজের দু মুখে শাহগলি বাজারের পূর্ব হইতে শাহবাগের রাস্তার বিভিন্ন জায়গায়, কানাইঘাট উপজেলার সড়কের বাজার, কটালপুর, জকিগঞ্জ উপজেলার আটগ্রাম, মরিচা যাত্রী ছাউনির পশ্চিমে ব্রীজের পশ্চিমে, কালিগঞ্জ বাজার, পূর্ব কলাকুটা থেকে চেক পোষ্ট, সোনাসার ব্রিক ফিল্ডের সামনে, আমলসীদ, শরিফগঞ্জ, গঙ্গাজল, বাবুর বাজার, থানা বাজার, জকিগঞ্জ পৌরসভার ভিতরে সড়কের গর্তের কারণে প্রায় সময় দূর্ঘটনা সহ নানা সমস্যা পড়তে হয় এলাকা পথচারীকে। সিলেট জেলা শহর হইতেই সড়কটির প্রায় ৯১কি.মি. দুরত্ব।এ রাস্তা প্রায় বেশকয়েকটি বাজারের মাঝ দিয়ে বয়েগেছে।সিলেট থেকে সড়কের বাজার পর্যন্ত বিভিন্ন বাজারে ডিভাইডার দেওয়া হলে আটগ্রাম, কালিগঞ্জ, ইউপি,সোনাসার,শরিফগঞ্জ বাবুরবাজারে রোড ডিভাইডার দেওয়া হয় নাই।এসব বাজারে রোড ডিভাইডার না থাকায় প্রায় সময় সিএনজি,টমটম,বাস,লেগুনার চালকরা যত্রতত্র গাড়ী রাস্তার মাঝখানে পার্কিং করে রাস্তা বন্ধ করে রাখে।সড়কটির দু পাশে প্রত্যোকটি বাজারে রাস্তার পাশের সওজএর জায়গায় এমন ভাবে দোকানপাট গড়ে উটেছে যেন দেখলে মনে হয় ভুমির মুল মালিক যেন নিজ ভুমিতে এসব দোকান পাট তৈরি করছেন।অনেকে দোকান তৈরী করে ভাড়া দিয়েছেন। ফুটপাত দখল করার ফলে স্কুল,কলেজ,মাদ্রাসা পড়–য়া ছাত্র/ছাত্রীরা সহ জনসাধারনের পায়ে হেটে চলাচল করার জায়গা নেই বললে চলে।এছাড়া প্রত্যেকটি বাজারে সিএনজি,টমটম,বাস,লেগুনার,মাইক্র বাস স্ট্যান্ড বসিয়ে সড়ক দখল করে রাখে চালকরা।এর ফলে প্রতিদিন কোন না কোন বাজারে দুর্ঘটনা ঘটতে থাকে। স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্ট ও সিলেট এম সি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বেলাল আহমদ,সংস্থার সভাপতি ও দৈনিক ইত্তেফাকের দক্ষিণ সুরমা পতিনিধি মো:আহসান হাবীব, সাধারন সম্পাদক ডা:মাহতাব আহমদ, সহ সাধারন সম্পাদক সাইফুল করিম মন্জু, প্রচার সম্পাদক মাও:মওদুধ আহমদ,নির্বাহী সদস্য মাও:মো:মামুনুররশিদ চৌ:,মাও:আব্দুল খালিক, সদস্য এমদাদুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি