চেয়ারম্যান প্রার্থী টিপু ও ময়নুলকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১২:৩২:০৩,অপরাহ্ন ০২ জুন ২০১৬ | সংবাদটি ৬০৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন আচরণ বিধি লঙ্গনের অপরাধে জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মহসিন মর্তুজা চৌধুরী টিপু ও জাপা মনোনীত প্রার্থী ময়নুল ইসলামকে জরিমানা করা হয়েছে। জরিমানার বিষয়টি জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম বলেছেন, এ দু’জন ছাড়া, সুলতানপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামকে জরিমানা করা হতে পারে। অভিযোগের বিষয়ে সত্যতা পেলে জরিমানা করা হবে। কাজলসার জুলকারনাইন লস্করকেও জরিমানা করা হবে।