জকিগঞ্জ বার্তার ‘’মুখোমুখি’’ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান রায়হান যা বললেন
প্রকাশিত হয়েছে : ৩:১৫:১১,অপরাহ্ন ০৪ জুন ২০১৬ | সংবাদটি ১০৯১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: হাজার হাজার পাঠকের আস্থার প্রতীক জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের উদ্যোগে ইউপি চেয়ারম্যান আবু জাফর মো: রায়হানের সাথে ‘’মুখোমুখি’’ অনুষ্ঠান গতকাল রাতে ইউপি সংলগ্ন একটি অফিসে অনুষ্ঠিত হয়। বিগত প্রায় ৫বছরের নানা বিষয়ে বলেছেন আবু জাফর মো: রায়হান। বলেছেন, বিগত ৫বছর আমি জনগণের সেবা ও সহযোগিতায় নিয়োজিত ছিলাম। জনগণের দোয়ায় গত নির্বাচনে নির্বাচিত হওয়ার পর থেকে এ পর্যন্ত অনেক প্রকল্প বাস্তবায়ন করেছি। প্রতিটি প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করা হয়েছে। এর পরও কোথাও সমস্যা হলে স্থানীয় জনগণকে এসব বিষয়ে সচেতন হতে হবে। অনেক বড় ইউনিয়ন হওয়ায় আমি সব জায়গায় যাওয়া সম্ভব নয়। তাই স্থানীয়ভাবে জনগণকে এগিয়ে আসতে হবে। রাস্তা-ঘাট, বিশুদ্ধ পানির ব্যবস্থা, কালভার্ট-ব্রীজ নির্মাণ, শিক্ষা-প্রতিষ্ঠানে উন্নয়ন করা হয়েছে। মরইখাল খনন ও স্লুইস গেইট নির্মাণ করা হয়েছে প্রায় পৌনে ২কোটি টাকায়। কেউ কেউ বলেছেন, আমি সে প্রকল্প থেকে কোটি টাকা দূর্নীতি করেছি। কেউ সামনে এসে বলতে পারেন নি। পুরো ইউনিয়নকে আধুনিক, উন্নয়ন সমৃদ্ধ ও আলোকিত ইউনিয়ন করেছি। আগামীতে নির্বাচিত হলে ইনশাল্লাহ পুরাতন কালিগঞ্জ বাজার বা ইছামতি ডিগ্রী কলেজ মাঠে একটি মিনি স্টেডিয়াম করা হবে তরুণদের জন্য। বিজয়ী হবেন এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা চান। বলেন, আমি সকলের চেয়ারম্যান। কে কোন দলের সেটা দেখার অবকাশ নেই। যখন যার সমস্যা হয়েছে, আমি তার পক্ষে ঝাপিয়ে পড়েছি। এটা আমার দায়িত্ব ও কর্তব্য। তবে একটি দোষ স্বীকার করে বলেন, আমি মোবাইল ফোন রিসিভ করি না। সে টা ইচ্ছা করে নয়। নানা ব্যস্ততার কারণে এ সমস্যা হচ্ছে। অনুষ্ঠানে অনেকের প্রশ্নের উত্তর দেন চেয়ারম্যান আবু জাফর রায়হান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠক সারওয়ার হোসেন চৌধুরী রাজা, সজল কুমার বর্মন, আব্দুল আহাদ, এ টি এম হামিদ, মোর্শেদ আলম রিপন, আব্দুস শহিদ সুমন, মো: মোস্তুফা উদ্দিন, ইমরান হোসাইন, আবু সুফিয়ান, সেলিম আহমদ, শামীম আহমদ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না।