অবশেষে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন; গণনা চলছে
প্রকাশিত হয়েছে : ৫:২৯:৪৯,অপরাহ্ন ০৪ জুন ২০১৬ | সংবাদটি ৬৫৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের ৯টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সংশয়, সন্দেহ, উদ্বেগ-উৎকন্ঠার পরিসমাপ্তি ঘটলো। শনিবার সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত ৮৪টি কেন্দ্রে একটানা ভোট গ্রহণ চলে। দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। তবে দিনের তাপমাত্রা অধিক হওয়াতে মানুষের দূর্ভোগের শেষ নেই। চেয়ারম্যান পদে ৪৯জন, সাধারণ সদস্য পদে ৩৩৯ ও সংরক্ষিত সদস্য পদে ৮৭জন নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।
নির্বাচন রিটার্ণিং অফিসার মো: আব্দুস ছালাম জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গণনা চলছে। গণনা শেষে স্ব স্ব কেন্দ্রে ফলাফল প্রকাশ করা হবে।