৯ইউপিতে আওয়ামী লীগ ৬, জাপা ১, আওয়ামী লীগ বিদ্রোহী ১ ও স্বতন্ত্র ১
প্রকাশিত হয়েছে : ১:২২:২২,অপরাহ্ন ০৫ জুন ২০১৬ | সংবাদটি ১০৭৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের ৯ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৬, জাপা ১, আওয়ামী লীগ বিদ্রোহী ১ ও স্বতন্ত্র (জামায়াত) ১ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, বারহালে স্বতন্ত্র (জামায়াত) প্রার্থী মোটরসাইকেল মার্কার প্রতিনিধি মোস্তাক আহমদ চৌধুরী, বিরশ্রীতে নৌকা মার্কার প্রতিনিধি মো: ইউনুস আলী, কাজলসারে নৌকা মার্কার প্রতিনিধি জুলকারনাইন লস্কর, খলাছড়ায় নৌকা মার্কার প্রতিনিধি কবির আহমদ, জকিগঞ্জে নৌকা মার্কার প্রতিনিধি মো: খলিলুর রহমান, সুলতানপুরে আনারস মার্কার প্রতিনিধি (আওয়ামী লীগের বিদ্রোহী) মো: রফিকুল ইসলাম রফিক, বারঠাকুরীতে নৌকা মার্কার প্রতিনিধি মহসিন মর্তুজা চৌধুরী টিপু, কসকনকপুরে নৌকা মার্কার প্রতিনিধি আব্দুর রাজ্জাক রিয়াজ ও মানিকপুর ইউপিতে লাঙ্গল মার্কার প্রতিনিধি মো: মাহতাব হোসেন চৌধুরী।