জকিগঞ্জে কে কত ভোট পেলেন
প্রকাশিত হয়েছে : ২:২২:৫৬,অপরাহ্ন ০৬ জুন ২০১৬ | সংবাদটি ৯৩২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: শনিবার জকিগঞ্জের ৯ইউপিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ৫নং জকিগঞ্জ ইউপিতে খলিলুর রহমান (নৌকা)২৩৯৬ ভো্ট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি হয়েছেন হাসান আহমদ (ধানের শীষ) ১৮০৮। অন্যান্যরা হলেন আতাউর রহমান আলতা (লাঙ্গল) ১২৮১, মাহতাব আহমদ (আনারস) ১১৫৫, ছালেহ আহমদ (মোটরসাইকেল) ৩৫২।