সুলতানপুরে কে কত ভোট পেলেন
প্রকাশিত হয়েছে : ২:২৯:৩৬,অপরাহ্ন ০৬ জুন ২০১৬ | সংবাদটি ১১৩৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের ৯ইউপির মধ্যে সুলতানপুরেও শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। সুলতানপুরে রফিকুল ইসলাম-(আনারস) ৩৪৪০ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি হয়েছেন, জালাল উদ্দিন (লাঙ্গল) ২৬৮৭। অন্যান্যরা হলেন, হাজী বুরহান উদ্দিন (মোটরসাইকেল) ১৮৯০, ইকবাল আহমদ চৌধুরী একল (নৌকা) ১৭২৫, মজিবুর রহমান (ধানের শীষ) ৯৩১, হাসান আহমদ (চশমা) ৫৫৩।