মীর কাসেমের মৃত্যু পরোয়ানা কাশিমপুরে
প্রকাশিত হয়েছে : ২:২৭:২৯,অপরাহ্ন ০৭ জুন ২০১৬ | সংবাদটি ৮৫৮ বার পঠিত
মীর কাসেম আলীর লাল কাপড়ে মোড়ানো মৃত্যু পরোয়ানা ট্রাইব্যুনাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার হয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে পৌঁছেছে। সোমবার সন্ধ্যার পর আইন গবেষণা কর্মকর্তা পারভেজ আহমেদ ও জহিরুল ইসলাম জাহিদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এ পরোয়ানা নিয়ে রওয়ানা হন। পরে রাত আটটার একটু আগে ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ তা গ্রহণ করেন। পরে তা কাশিমপুরে পাঠানো হয়।
এ ব্যাপারে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির বলেন, আমরা মীর কাসেম আলীর মৃত্যু পরোয়ানা হাতে পেয়েছি এবং সঙ্গে সঙ্গে তা কাশিমপুর কারাগার পাঠিয়ে দেয়া হয়েছে। আজ রাতে আসামিকে মৃত্যুপরোয়ানাটি পড়ে শোনানো হবে।
নিয়ম অনুযায়ী লাল কাপড়ে মোড়ানো মৃত্যুপরোয়ানাটি জেলা ম্যাজিস্ট্রেট, আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।
মৃত্যু পরোয়ানা হাতে পেলে আসামিকে তা পড়ে শোনাবে কারা কর্তৃপক্ষ। ওই পরোয়ানার ভিত্তিতেই শুরু হবে সাজা কার্যকরের প্রস্তুতি।
অবশ্য দণ্ড কার্যকরের আগে আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ পাবেন একাত্তরের যুদ্ধাপরাধী মীর কাসেম। রিভিউ না টিকলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষাও তিনি চাইতে পারবেন।
দুই আর্জিই নাকচ হলে সরকারের সিদ্ধান্ত অনুসারে কারা কর্তৃপক্ষ দণ্ড কার্যকরের ব্যবস্থা নেবে। তার আগে আসামির সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন পরিবারের সদস্যরা।