সড়ক উন্নয়নে ২০০কোটি টাকার কাজ শুরু হচ্ছে, জকিগঞ্জ বার্তাকে হুইপ সেলিম এমপি
প্রকাশিত হয়েছে : ৩:২৯:০৩,অপরাহ্ন ০৭ জুন ২০১৬ | সংবাদটি ৬৭২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সড়ক উন্নয়নে ২০০কোটি টাকার কাজ শুরু হচ্ছে, জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্নাকে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, সংসদের বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি।বলেছেন জকিগঞ্জের সমস্যা গুলো আমার জানা রয়েছে।উল্লেখ যোগ্য সমস্যা গুলো সমাধানে আমি আন্তরিক রয়েছি। জকিগঞ্জের সর্বত্র গ্যাস সরবরাহ, জকিগঞ্জ সরকারি কলেজে ডিগ্রী-অনার্স কোর্স চালুসহ জনগুরুত্বপূর্ণ দাবি গুলো সংসদে উপস্থাপন করার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করেছি। পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এক প্রশ্নের জবাবে বলেন, জকিগঞ্জ সরকারি হাসপাতালের এ্যাম্বুলেন্স বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার যোগাযোগ করে তা নিশ্চিত করা হয়েছে। তবে এখনও এ্যাম্বুলেন্স না আসায় চলমান সংসদকে বিষয়টি জানাবেন। জকিগঞ্জ-সিলেট সড়ক ভাঙ্গা-জরাজীর্ণ, সড়কটি পুন:নির্মাণে উদ্যোগ কি রয়েছে? এমন প্রশ্নের জবাবে বলেন, আগামী অর্থ বছরে অর্থাৎ জুলাই থেকে পরবর্তী অর্থ বছরের মধ্যে সড়ক গুলো উন্নয়নের জন্য ২০০কোটি টাকার কাজ বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ বিভাগ। আর এমনিতে যখন কোথাও গর্ত বা ভাঙ্গা দেখা দেয়, তখন তাদের নিয়মিত কয়েকজন শ্রমিক সড়ক সংস্কারের জন্য প্রস্তুত থাকেন। এ বিষয়টি দেখবেন বলে জানান।
গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য প্রাপ্ত সরকারি বরাদ্ধ টেষ্ট রিলিফ (টিআর), কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), কাজের বিনিময়ে টাকা (কাবিটা), কর্মসৃজনসহ অন্যান্য প্রকল্প যথাযথ বাস্তবায়ন কি হচ্ছে? জবাবে হুইপ সেলিম উদ্দিন এমপি বললেন, অতীতের চাইতে অনেক ভালোভাবে এসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। কোথাও অনিয়ম হলে কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই। তিনি জকিগঞ্জ বাসীর সার্বিক সফলতা কামনা করেন।