আজও এ্যাম্বুলেন্স বিহীন জকিগঞ্জ সরকারি হাসপাতাল; এমপি বললেন সংসদকে জানাবেন
প্রকাশিত হয়েছে : ৪:৪১:৩২,অপরাহ্ন ০৮ জুন ২০১৬ | সংবাদটি ৮৫৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: উপজেলার লক্ষ লক্ষ মানুষের একমাত্র ভরসা হচ্ছে জকিগঞ্জ সরকারি হাসপাতাল। যেখানে ধনী, গরীব সকলেই চিকিৎসা সেবা নিতে আসেন। কিন্তু সে হাসপাতালে খুড়িয়ে খুড়িয়ে চলছে সেবা।চিকিৎসক ও নার্স সংকটে হাসাপাতালটি। আর হাসপাতালে এ্যাম্বুলেন্সতো নেই ২০১৩সালের ৪জানুয়ারির পর থেকে। দূর্বৃত্তদের আগুনে পুড়িয়ে যায় হাসপাতালের একমাত্র এ্যাম্বুলেন্সটি। এ্যাম্বুলেন্স না থাকায় মারাত্মক দূর্ভোগে পড়েছেন সেবা গ্রহীতারা। কবে নাগাদ এ্যাম্বুলেন্স আসবে তাও জানাতে পারেননি হাসপাতালের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: আব্দুল্লাহ আল মেহেদী। তিনি জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৩সালের ৪জানুয়ারি এ্যাম্বুলে্ন্সটি পুড়িয়ে দেয় দূর্বৃত্তরা। এর পর থেকেই উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে একাধিকবার জানিয়েছি। কিন্তু আজও এ্যাম্বুলেন্স আসেনি।
জকিগঞ্জের সন্তান, সিলেট জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ মোর্শেদ আহমদ চৌধুরী জকিগঞ্জ বার্তা টুয়েন্টিঢোর ডটকমকে বলেন, পুড়িয়ে যাওয়া এ্যাম্বুলেন্সটি অনেক কষ্ট করে এনে দিয়েছিলাম। নতুন আরেকটি পেতে দু’আড়াইমাস সময় লাগতে পারে। আশা করি যথাশীঘ্র পেয়ে যাবো নতুন এ্যাম্বুলেন্স। সংসদের বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এ্যাম্বুলেন্স’র বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে একাধিকবার অবহিত করেছি। সংসদেও সমস্যা টি তুলে ধরা হয়েছে। এ্যাম্বুলেন্স’র বিষয়টি ফের সংসদে উপস্থাপন করবেন বলে তিনি জানান।