জকিগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ ব্রিটিশ বাংলাদেশ সলিসিটর সোসাইটির সেক্রেটারি নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ২:১০:২৪,অপরাহ্ন ০৯ জুন ২০১৬ | সংবাদটি ৩৫৬১ বার পঠিত
সংবাদ দাতা: জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামের কৃতি সন্তান ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ ব্রিটিশ বাংলাদেশ সলিসিটর সোসাইটির সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছে। গত ৪ জুন শনিবার ইস্ট লন্ডনের একটি হল রুমে দ্বি সোসাইটি অফ বাংলাদেশী সলিসিটরের দ্বি-বার্ষিক সাধারণ সভায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন। অত্যান্ত আনন্দঘন পরিবেশে দিনব্যাপী আয়োজিত দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচনে ১শত ৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩০ জন প্রার্থী। তন্মধ্যে প্রেসিডেন্ট পদে ৩জন প্রতিদ্বন্দ্বিতা করে বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এহসানুল হক প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন নাজির আহমেদ। তিনি মাত্র ৩টি ভোটের ব্যবধানে পরাজিত হন। ভাইস প্রেসিডেন্ট পদে ৪জন প্রতিদ্বন্দ্বিতা করে ৪জন নির্বাচিত হন। তারা হলেন কামরুল হাসান, তারেক চৌধুরী, আবুল কালাম চৌধুরী ও ফরিদা হাকিম।
এ প্রসঙ্গে লন্ডনের কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ জকিগঞ্জের সন্তান, উদীয়মান কমিউনিটি নেতা হাসনাত চৌধুরী বলেন, ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ গত ২ বছর এ সংগঠনের যুগ্ম সম্পাদক ছিলেন। এই ধারাবাহিকতায় তার দক্ষ সাংগঠনিক ভূমিকা সবাইকে মুগ্ধ করায় সকল পদেই একাদিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও সেক্রেটারি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জকিগঞ্জের সন্তান ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ নির্বাচিত হন।