সড়ক দূর্ঘটনায় নিহত দরিদ্র ময়ুর আলীর জীবনের মূল্য ৫৫হাজার টাকা! দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৫:১৪:৩২,অপরাহ্ন ১০ জুন ২০১৬ | সংবাদটি ৬৪৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ-সিলেট মেইন সড়কের সেনাপতির চক এলাকায় লেগুনার ধাক্কায় নিহত ময়ুর আলীর জীবনের মূল্য মাত্র ৫০হাজার টাকা! কালিগঞ্জ থেকে আসা জকিগঞ্জগামী লেগুনা (সিলেট চ ১১-০৯৮৮) বেপরোয়া চালিয়ে আসা চালক আকস্মিক ৫নং জকিগঞ্জ ইউনিয়নের রারাই গ্রামের মৃত আব্দুল মুছব্বির আলীর পুত্র ময়ুর আলী (৫৫) ও দাড়িয়ে থাকা রিকসা চালক দরিয়াবাজ গ্রামের কালাল আহমদ (৩৫) এর উপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ময়ুর আলী। আর রিকসা চালক গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশংকাজনক। একমাত্র সম্বল রিকসাটি ভেঙ্গে চুর্ণ-বিচুর্ণ হয়ে গেছে। আহত হয়েছে গাড়িতে থাকা দুই যাত্রী রারাই গ্রামে সামছুল হক মাখন (৫৫) ও দরিয়াবাজ গ্রামের লুকু মিয়া (৬০)। বুধবার অনুমান বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা ১১টায় থানাবাজার দাখিল মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয় দরিদ্র ময়ুর আলীর।
স্থানীয়রা জানান অদক্ষ, অযোগ্য চালকের হাতে প্রতিনিয়ত মানুষ নিহত হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে তারা (চালক) আরও বেপরোয়া হয়ে পড়েছে। তাদের হাতে আর কত মানুষের প্রাণ যাবে? আর কত মায়ের বুক খালি হবে, আর কত সন্তান তাদের পিতা হারাবে? সে সব প্রশ্নের উত্তর কে দেবে? যেসব পরিবার স্বজন হারিয়েছে, তাদের কে দেবে স্বান্তনা। তারা কি? ন্যায্য বিচার পাবে না।
বাল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সিএনজি অটোরিকসার চাপায় মারা গেলে সম্প্রতি। মাত্র ৩০হাজার টাকায় আপোষ করতে বাধ্য হলেন মেয়ের পিতা। কারণ গাড়ির মালিক-শ্রমিক সমিতির কতিপয় মাতব্বরদের সাথে পেরে উঠা সম্ভব নয়। এসবের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে জোর দাবি জানিয়েছেন ভূক্তপরিবার গুলোর স্বজনরা।